বাজেট অধিবেশন ৫ জুন

সংসদ অধিবেশনদশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসবে আগামী ৫ জুন। ওই দিন বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হবে। বুধবার (১৬ মে) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে   সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন।
এই অধিবেশনেই আগামী ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দশম জাতীয় সংসদের এটাই শেষ বাজেট অধিবেশন।
সংসদ অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটি সংসদের কার্যসূচি ঠিক করতে বৈঠকে বসবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।
৫ জুন অধিবেশন বসার পরই শোকপ্রস্তাব গ্রহণের পর মূলতবি ঘোষণা করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। বর্তমান সংসদের কোনও সদস্য মারা গেলে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মূলতবি করা হয়। উল্লেখ্য, গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য কে এম মাইদুল ইসলাম মারা গেছেন।

গত ১২ এপ্রিল শেষ হয় সংসদের ২০তম অধিবেশন। সংবিধানের নিয়ম রক্ষার জন্য বসা ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।