কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনের দাবি

ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন 

ঢাকা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন নির্বাচন দাবি করেছে এর সদস্য কাস্টমস এজেন্টরা।  শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

২০১৩-১৪ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবিলম্বে নির্বাচনের দাবিতে কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করে ‘ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচন আদায় ঐক্য পরিষদ’।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী মন্ডল বলেন, ‘সাধারণ সদস্যদের কষ্টার্জিত অর্থে পরিচালিত অ্যাসোসিয়েশন মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতার কারণে মুখ থুবড়ে পড়েছে।’

পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান বলেন,‘সময়মতো নির্বাচন না হওয়ায় সংগঠনের সদস্যদের ব্যবসার অনুকূল পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অনেকেই ব্যবসা হারিয়ে ফেলেছেন।’

পরে আন্দোলনরত সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভাপতি শেখ মোহাম্মদ ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কতগুলো অসত্য জিনিস পরিবেশ করেছেন। নির্বাচন প্রায় দু বছর বন্ধ ছিল। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। গঠনতন্ত্র সংশোধন করা হবে। সব সদস্যদের কাছে গঠনতন্ত্রের কপি দেওয়া হবে। আশা করছি, আগামী ২৫ অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা শেখ আতিয়ার রহমান দিপু,  সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম, আজাদ মুহাম্মদ হাওলাদার, বজলুর রহমান রানা, রাসেল মাহমুদ প্রমুখ।