আগামী অর্থবছরে ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে সংসদ

বাজেট ২০১৮-২০১৯

আগামী (২০১৮-১৯) অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করা হয়েছে, যা এই (২০১৭-১৮) অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি। রবিবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়।

কমিশন বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরাদ্দ অনুমোদনের তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রধান হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদের সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী অর্থবছরের বরাদ্দের মধ্যে রয়েছে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা।

২০১৭-১৮ অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ রয়েছে ৩১৪ কোটি ৯১ লাখ টাকা। এর আগের অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ ছিল ২৯৫ কোটি ২৬ লাখ টাকা।

স্পিকার জানান, কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের কয়েকটি খাতে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।

জানা গেছে, অধিবেশন চলার সময়ে অতিরিক্ত খাটুনি (ওভারটাইম) ভাতা ৪৫০ টাকার স্থলে ৫০০ টাকা, অধিবেশন না থাকাকালীন ৩০০ টাকার জায়গায় ৩৫০ টাকা এবং অধিবেশন থাকাকালীন দুপুরের খাবার/ইফতার জন্য ১৫০ টাকার বদলে ২০০ টাকা করা হয়েছে। এছাড়া সংসদীয় কমিটির বৈঠকে আপ্যায়ন খরচ ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা করা হয়েছে।

সংসদ লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

কমিশন বৈঠকে সংসদ লাইব্রেরির চলমান সংস্কার কাজের একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেখানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর লেইব্রেরির বইয়ের সংখ্যা বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে স্পিকার জানান। তিনি বলেন, ‘সংসদ নেতা গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে সংসদীয় রীতি-নীতি ও চর্চার ওপরে বই সংগ্রহ করার জন্য বলেছেন। বর্তমানে সংসদ গ্রন্থাগারে ৩৫ হাজার বই এবং ৪০ হাজার বিভিন্ন ধরনের নথি রয়েছে।’