বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের শীর্ষে স্থানীয় সরকার

বাজেট ২০১৮-১৯২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া ১০টি মন্ত্রণালয়ের মধ্যে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪৩৮ কোটি ১৯ লাখ টাকা।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ১০টি মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ২৩ হাজার ৪৩৮ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অনুকূলে, ২২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ  টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুকূলে ২০ হাজার ৮১৭ কোটি ৩৬ লাখ টাকা। এর পর পর্যায়ক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১১ হাজার ৭২০ কোটি ৩৭ লাখ টাকা। রেলপথ মন্ত্রণালয় ১১ হাজার ১৫৪ কোটি ৭২ লাখ টাকা। সেতু বিভাগে ৯ হাজার ১১২ কোটি ১৫ লাখ টাকা।  স্বাস্থ্য সেবা বিভাগে ৯ হাজার ৪০ কোটি ৬৩ লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৮ হাজার ৩১২ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  বিভাগে ৬ হাজার ৬ কোটি ৪৬ লাখ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ৬০৬ কোটি টাকা।