ট্রাম্প-কিম বৈঠককে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

5af39a96d2f8fd0031618b3336cefa7a-5b20ed2d257d2যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ‘দীর্ঘদিনের টেনশন দূর করার প্রয়াসে একটি গতি এসেছে’ বলে বৃহস্পতিবার (১৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে ।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ‘কোরিয়া উপদ্বীপে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দুই নেতা যে প্রতিশ্রুতিবদ্ধ, সেটি যৌথ বিবৃতিতে পরিষ্কার ফুটে উঠেছে। বাংলাদেশ আশা করে এর সঙ্গে জড়িত সবাই এই শান্তি উদ্যোগকে সমর্থন করবে এবং এই অঞ্চলের মঙ্গলের জন্য বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে।’