‘রেমিটেন্সে ভ্যাট আরোপের গুজবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (ছবি- সংগৃহীত)২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যারা অপপ্রচার চালিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই প্রচারণা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল  ইসলাম বলেন,‘বর্তমান বাজেটে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের ওপর কোনও ভ্যাট বা মূসক আরোপ করা হয়নি। এরকম কোনও আলোচনাও বাজেট অধিবেশন বা অন্য কোথাও হয়নি।’

এসব গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা আমাদের দেশের সম্পদ।  তাদের অর্জিত আয়ের ওপর দেশের অর্থনীতির ভিত দাঁড়িয়েছে।  সরকারবিরোধী একটি চক্র অপপ্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীকে বিভ্রান্ত করছে। যারা অপপ্রচার করছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ‘