ওসাকায় বাংলাদেশিরা নিরাপদে আছেন: রাষ্ট্রদূত





ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি (ছবি- সংগৃহীত)জাপানের ওসাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশিরা ক্ষতির মুখে পড়েননি। তারা নিরাপদে আছেন। এ কথা জানিয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সোমবার (১৮ জুন) সকালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।
রাবাব ফাতিমা টোকিও থেকে ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, তারা দূতাবাসের পক্ষ থেকে গভীরভাবে বিষয়টি নজরে রাখছেন এবং একটি হটলাইনও স্থাপন করা হয়েছে।
যেকোনও ব্যক্তি ০৮০-৪০-৬৫-৬৬০১ অথবা ০৮০-৪৪৫৬-১৯৭১ নম্বরে ফোন করে সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবেন বলে জানান তিনি।