‘আমরা কাউকে হত্যা করি না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

দেশে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা কাউকে হত্যা করি না। পাঁচটি গোয়েন্দা সংস্থার তালিকা আমলে নিয়ে যাদের নাম কমন পাওয়া যাচ্ছে, শুধু তাদের ধরতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এক্ষেত্রে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়েও দেওয়া হচ্ছে।’

সোমবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময় মাদকবিরোধী অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যারা সারেন্ডার করছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার করে কারাগারে পাঠানো হচ্ছে। তবে যেখানে অবৈধ ব্যবসা, সেখানেই অবৈধ টাকা এবং অবৈধ অস্ত্র থাকে। তাই কেউ কেউ পুলিশের হাতে সারেন্ডার না করে পুলিশের ওপর ফায়ার করছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। পুলিশ নিজেদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি ছুড়েছে। সেখানে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। সারা দেশজুড়েই এই অভিযান চলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। মাদক কন্ট্রোল করেই ছাড়ব।’

গোয়েন্দা সংস্থার তালিকায় সরকার দলীয় কারও নাম আছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের কমন-লিস্ট বানিয়েছি। কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারছি না। তাদের ছেড়ে দিচ্ছি। সেখানে অনেকের নাম থাকতেই পারে। শতভাগ নিশ্চিত না হয়ে কোনও অভিযান করছি না, কাউকে ধরছি না। তালিকা ধরে ধরে পুলিশ তদন্ত করছে।’

১২ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের সফলতার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি। সরকারের পক্ষে মানুষ এই অভিযানে সাড়া দিচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকে আগের নিজ স্থান (লোকেশন) থেকে সরে গেছে। অনেকে অবস্থান পরিবর্তন করেছে। সরে যাক আর অবস্থান পরিবর্তন করুক, কাউকে ছাড়া হবে না, সবাইকেই ধরা হবে।’