রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। শনিবার (৩০ জুন) সকালে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন, তাদের জন্য আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।’
জানা গেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ঢাকায় আসবেন। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা নামবেন। রবিবার (২ জুলাই) তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিন দিনের সফরে মধ্যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে- গুতেরেসের সফরের মূল উদ্দেশ্য হবে নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের প্রশ্ন। মহাসচিব ঢাকা সফরে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ঔদার্যের প্রশংসা করবেন। পাশাপাশি শরণার্থী প্রত্যাবাসনের আন্তর্জাতিক মান অনুযায়ী রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্পদ্রায়কে আরও সোচ্চার পদক্ষেপ নেওয়ার তাগিদ দেবেন তিনি।
প্রসঙ্গত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধানের দায়িত্বও পালন করেছিলেন অ্যান্টোনিও গুতেরেস। সে দায়িত্বে থাকাকালীন ২০০৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন তিনি। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর।