নিরাপত্তা সহযোগিতার জন্য ঢাকাকে দিল্লির কৃতজ্ঞতা

রাজনাথ সিংয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ দুই দেশের কর্মকর্তারাভারতের নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করায় ঢাকাকে আবারও কৃতজ্ঞতা জানিয়েছে দিল্লি। রবিবার (১৫ জুলাই) দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একথা জানিয়েছে ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনদিনের সফরে ১৩ জুলাই ঢাকা আসেন। রবিবার দুই মন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠকের পরে রাজনাথ সিং সাংবাদিকদের জানান, উভয়পক্ষ অত্যন্ত ফলপ্রসু আলোচনা করেছে এবং সীমান্তে কোনও সমস্যা নেই বলে তিনি জানান।

আসাদুজ্জামান খাঁন বলেন, ভারতের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং ঢাকাকে সহায়তা করতে দিল্লি রাজি।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা বিষয়টি আনুষ্ঠানিক আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু একান্ত আলোচনায় বিষয়টি উঠে আসে। কূটনীতিতে একান্ত আলোচনায় অনেক বিষয়ের সমাধান হয়।’