বিকালে বৃষ্টির আশঙ্কা কম

মেঘলা আকাশরাজধানীর ঢাকা ও আশপাশের এলাকায় আজ (মঙ্গলবার) সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। তবে বিকালের পর থেকে আকাশের মেঘ কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতেরর ঢাকা অফিস।

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানী ও এর আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসের এই তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এছাড়াও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০-১৫ কিলোমিটার ঘণ্টায় বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বাংলা ট্রিবউনকে বলেন, সকালে বাতাসে আদ্রতা ছিল ৯৬ শতাংশ। সারাদিন আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি।