২ আগস্টের মধ্যে সব হজ যাত্রীর টিকিট নিশ্চিতে তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রা

আগামী ২ আগস্টের মধ্যে সব হজ যাত্রীর টিকিট নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার দ্বিতীয় দফায় ৮৮ হজ এজেন্সির মালিকদের সঙ্গে বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান তাদের এ তাগিদ দেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, আগামী ২৭ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে নিবন্ধিত সব হজ যাত্রীর টিকিট ক্রয় তাদের হজ যাত্রা নিশ্চিত করতে হবে। অন্যথায় পরে নতুন করে কোনও স্লট পাওয়া যাবে না। এতে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর স্লট পাওয়া না গেলে এবং কোনও হজ যাত্রী হজে যেতে না পারলে তার দায় দায়িত্ব এজেন্সিগুলোকেই বহন করতে হবে। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও তাদের স্মরণ করিয়ে দেন তিনি।

অন্যদিকে, ১৬ জুলাই ৫৬ এজেন্সিকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাদের মধ্যে যে ১৫টি এজেন্সি হাজির হয়নি তাদের বুধবার মন্ত্রণালয়ে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মুনিরুজ্জামানের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এর আগে হজ এজেন্সিগুলোকে সতর্ক করে গত ২১ জুন ধর্ম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিগুলোর গাফিলতির কারণে কোনও হজযাত্রী এবার হজে যেতে ব্যর্থ হলে তাদেরই এর দায় বহন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।