আবারও অবস্থান ধর্মঘটের হুমকি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের

সংবাদ সম্মেলনস্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য শিক্ষা সচিবের দেওয়া আশ্বাস আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন না হলে ১২ আগস্ট থেকে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।

সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, ‘আমরা বর্তমান সরকারের ১০ বছরের শাসনামলে দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি অবস্থান ধর্মঘটসহ অনশনরত শিক্ষকদের দাবি পূরণের জন্য আন্দোলন করে আসছিলাম। পরবর্তীতে ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সদিচ্ছায় শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আমরা সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।

তিনি আরও বলেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরণ, সহ-সভাপতি মাওলানা মো. শাহজাহানসহ অন্য নেতারা।