দেশি এয়ারলাইন্সকে বৈদেশিক লেনদেনের হিসাব দাখিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

 

বাংলাদেশ ব্যাংকদেশের বেসরকারি এয়ারলাইন্সের বৈদেশিক লেনদেনের তথ্য  বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিমাসে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। বুধবার (১৮ জুলাই) এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এনামুল করিম খান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, প্রতি মাসের বৈদেশিক মুদ্রা লেনদেনের  তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে হবে। বাংলাদেশে বাংক অনুমোদিত মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

জানা গেছে, দেশের এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে। সে তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা হয় না। এ কারণেই এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।