বেশিরভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হয়: কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী





এএইচ মাহমুদ আলী (ছবি: সংগৃহীত)দেশের বেশিরভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন বিষয়ে কূটনীতিকদের জানাতে গিয়ে একথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রী কূটনীতিকদের জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় আক্রমণ করেছে এবং সহিংসতা করেছে। এই আন্দোলন দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামাতের ষড়যন্ত্রের একটি অংশ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সব ধরনের লোকদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার জন্য ১৯৭২ সালে কোটা পদ্ধতি চালু করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেধা তালিকা থেকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকার পরেও একটি চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও অরাজকতা সৃষ্টি করছে।
আলোচনার একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কয়েকজন কূটনীতিকের কোটা সংস্কার বিষয়ে করা মন্তব্যের বিষয়ে হতাশা প্রকাশ করেন।