জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষতা বাড়াতে হবে: পরিবেশমন্ত্রী

 

আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি)জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষতা বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েল মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এরইমধ্যে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের দক্ষতা বাড়াতে হবে। এ দক্ষতা বাড়ানোর জন্য বাংলোদেশ কাজ করে যাচ্ছে।’  রবিবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মিজান আর খানের লিখিত ‘দ্য প্যারিস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অধিক জনসংখ্যা ও জনসংখ্যার উচ্চ ঘনত্বের কারণে পরিবেশ ও ব্যবস্থাপান কঠিন হয়ে পড়েছে। বনজ সম্পদ কমেছে, পানি সম্পদের ওপর অত্যাধিক চাপ বাড়ছে। ভূমি ব্যবহার পরিকল্পনা না থাকায় কৃষিজমি কমছে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই আমাদের টেকসই উন্নয়নের দিকে যেতে হবে। বিশেষ করে শহর ও বড় শহরের ভুমিকা নিশ্চিত করতে হবে। তাহলেই বড় শহরের ওপর থেকে চাপ কমবে। বড় শহরের সক্ষমতা বাড়বে।’

প্রকাশনা উৎসবে বইটির লেখক ড. মিজান আর খান বলেন, ‘প্যারিস ফ্রেমওয়ার্ক ও জলবায়ু পরির্তনের ঝুঁকি মোকাবেলায় এই গ্রন্থে কিছু গ্রহণযোগ্য প্রস্তাব ও কর্মপদ্ধতির বিষয়ে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এরইমধ্যে যে সক্ষমতা অর্জন করেছে, তাকে আরও তরান্বিত করার জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করতে পারে।’ বইটিতে পরিবেশ দূষণকারীদের থেকে ক্ষতিপূরণ আদায় করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যবহারের সুপারিশ করা হয়েছে।