‘আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ দেবে কল্যাণ ট্রাস্ট’

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ছবি)

নিরাপদ সড়ক আন্দোলনে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আজই (মঙ্গলবার) তথ্য মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি যাবে। এই চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে হবে, কোনও বেসরকারি হাসপাতালে নয়।’

এছাড়াও মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে আগামী ১২ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তারানা হালিম। তিনি জানান, কারাগারে আটক বন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝাবেন তিনি। একই সঙ্গে দেশের যে সব সীমান্ত অঞ্চল থেকে মাদক পাচার হয়, সে সব অঞ্চলের নাগরিকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করানো হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।  

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো, ভুয়া পোস্ট দেওয়া এসব বিভিন্ন কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য আলাদা সেল গঠন করার পরিকল্পনা করছে তথ্য মন্ত্রণালয়।’