খুলনা-৪ আসনের উপনির্বাচন ২০ সেপ্টেম্বর

 


নির্বাচন কমিশনআগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন মঙ্গলবার (১৪ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।


নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সই করা তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। এছাড়া ৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে এবং ওই দিন থেকেই প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারবেন।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
এদিকে এই আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের ফরম বিতরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে খুলনা-৪ আসনটি শূন্য হয়। সুজা গত ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।