বিদেশে বাংলাদেশি দূতাবাসে শোক দিবস পালিত

ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও অন্যান্যরাযথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করছে বিদেশে অবস্থিত বাংলাদেশের প্রতিটি দূতাবাত ও মিশনে।

এ উপলক্ষে মিশনগুলো আলোচনাসভা, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

ফিলিপিন্সে স্থানীয় সময় সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

ম্যানিলাতে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ ও অন্যান্য ব্যক্তিরা।

ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করাই এখন আমাদের সামষ্টিক কর্তব্য এবং এজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গনে সকালে জাতীয় সংগীত  সহকারে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি সূচনা করেন।

রাষ্ট্রদূত আলোচনা সভায় বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।