‘বঙ্গবন্ধুকে যখন আঁকতে শুরু করি তখন অনেকেই উপহাস করেছে’

কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেছেন, যখন আমরা গ্রাফিক্স শুরু করি তখন এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা কার্টুনিস্ট কমিকরা কোনও চরিত্রকে আঁকতে গেলে সেটি ফুটিয়ে তুলতে হয়। তাছাড়া কার্টুন অনেকেই বুঝতে পারেন না। সেখানে বঙ্গবন্ধুর কার্টুন আঁকা খুবই চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা আঁকা শুরু করলাম তখন বিষয়টিকে ভিন্নভাবে দেখা হতো। আমরা যখন বঙ্গবন্ধুকে আঁকতে শুরু করি তখন অনেক উপহাস করা হয়েছে। অনেকেই এর সমালোচনা করেছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

বাংলা ট্রিবিউন বৈঠকিমুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান,  সাংবাদিক, গবেষক ও আর্কাইভ ৭১ এর পরিচালক প্রণব সাহা অপু এবং বাংলা ট্রিবিউনের হেড অব রিসার্চ শেরিফ আল সায়ার।