লিবিয়ায় কারাবন্দি ১৮৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ

বাংলাদেশ-লিবিয়ালিবিয়ায় কারাবন্দি ১৮৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কাজে মন্ত্রণালয়কে সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সরকারের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করে তাদের  পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বলেছি।’ লিবিয়ায় পরিস্থিতি ভালো না হওয়ার কারণে বাংলাদেশের অনেক কার্যক্রম পার্শ্ববর্তী দেশ তিউনিশিয়া থেকে পরিচালিত হয় বলেও তিনি জানান।

এদিকে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রিপলীর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার স্টেট অব এলার্ট ঘোষণা করেছে।

এরই প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণ করতে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ত্রিপলীস্থ সব প্রবাসী বাংলাদেশিকে রাস্থাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে ত্রিপলীর বেনগাজির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া ও আবুসেলিমসহ অন্যান্য যুদ্ধ কবলিত এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের যেকোনও জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।