সংসদে সড়ক পরিবহন বিল উঠছে বৃহস্পতিবার



জাতীয় সংসদ বহুল আলোচিত ‘সড়ক পরিবহন বিল-২০১৮’ বৃহস্পতিবার সংসদে উঠছে। জাতীয় সংসদের ওয়েব সইটে প্রকাশিত সংসদের বৃহস্পতিবারের কার্যসূচিতে বিলটি উত্থাপনের কথা বলা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিলটি সংসদে উত্থাপন করবেন।
এদিকে, বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে বিলটি উত্থাপন ও পাস হওয়ার কথা জানিয়েছেন। জাতীয় পার্টির নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। যা সংসদের এই অধিবেশনে উত্থাপিত ও বিবেচিত হবে। এ আইনে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
এর আগে গত ৬ আগস্ট সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।