পুঁজিবাজার প্রশিক্ষণ অ্যাকাডেমির জন্য পূর্বাচলে দুই বিঘা জমি দেওয়া হবে: গণপূর্তমন্ত্রী

 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)পুঁজিবাজার প্রশিক্ষণ অ্যাকাডেমির জন্য যে পরিমাণ জমি চাওয়া হয়েছে, সেই পরিমাণ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘পুঁজিবাজার প্রশিক্ষণ অ্যাকাডেমি স্থাপনের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পূর্বাচলে দুই বিঘা জমি দেওয়া হবে।’ রবিবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁও বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত  একটি অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

বিএসইসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘এ প্রশিক্ষণ অ্যাকাডেমি স্থাপন করা হলে পঁজিবাজারে দক্ষ বিনিয়োগকারীরা আসবেন। বাজার আরও স্থিতিশীল হবে। একশ্রেণির বিনিয়োগকারী উদ্দেশ্যমূলকভাবে পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তোলেন। এরমাধ্যমে পুঁজিবাজার থেকে তারা অর্থ হাতিয়ে নেন। তাদের কারণে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।  অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হন। অথচ সঠিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগকৃত অর্থ দিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।’

বিএসইসি’র তৎপরতায় বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে মন্তব্য করে গণপূর্তমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার সম্পর্কে জনগণের মধ্যে যে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছিল, তাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিএসইসি-কে আরও সজাগ থাকতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালউজ্জামান।