বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নুরুল ইসলাম ওমর

নুরুল ইসলাম ওমরবিরোধীদলীয় চিফ হুইপ হলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নুরুল ইসলাম ওমরকে চিফ হুইপ পদে নিয়োগ দিতে স্পিকারের কাছে সুপারিশ করেন।

চিফ হুইপ হওয়ার বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলাম ওমর বাংলা ট্রিবিউনকে জানান, তিনি বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন এবং দায়িত্বও গ্রহণ করেছেন।

এর আগে ১৩ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের পদটি শূন্য হয়।
আরও খবর: বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন