‘আইনটি সময়োপযোগী’

রিয়াজুল কবির কাওছারআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা যে আইনটি হয়েছে, এখন দেখতে হবে সেটার প্রয়োগটা কী রকম হয়। অপপ্রয়োগ হয় কিনা। আইনটি যেটা হয়েছে, এটা সময়োপযোগী। এটা হওয়ার দরকার ছিল। তবে আর যাই হোক, আইন তো পার্মানেন্ট কিছু না। এটা নানা সময় নানাভাবে প্রয়োজনমত সংশোধন হয়।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

রিয়াজুল কবির কাওছার বলেন, ‘যুগের পরিবর্তন ঘটেছে। সময়ের পরিবর্তন হয়েছে। ডিজিটাল সময় পার করছে দেশ। তার ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল, টিভি বেড়েছে। ফলে এগুলোর একটি নিয়মের মধ্যে আসা দরকার বলেই মনে করে সরকার।’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা এবং গাজী টিভির এডিটর ইন চিফ ইশতিয়াক রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু,ডিবিসি’র সম্পাদক ও সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকির আরও খবর:

ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার বড় বাধা: ইশতিয়াক রেজা

‘শুধু সাংবাদিকদের জন্য নয়, গবেষকদের জন্যও আইনটি বাধা হয়ে দাঁড়িয়েছে’

‘ডিজিটাল নিরাপত্তায় অনিরাপদ সাংবাদিকতা?’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু