কর্মসূচি প্রসঙ্গে অস্থায়ী শ্রমিকদের নেতা মোহাম্মদ হানিফ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো। দাবি আদায়ের লক্ষ্যে বলাকা ভবন ঘেরাও করবো। ন্যায্য দাবি আদায়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো।’
বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিজি-০৮৪ ফ্লাইটটি সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, সেটি সকাল ৯টা ৪ মিনিটের দিকে ছেড়ে যায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী বিএস-৩১৫ ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায় ৯টা ১০ মিনিটে।
এয়ার এরাবিয়ার শারজাহগামী জি-৯৫১৮ ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সকাল ১০টার দিকে। এমিরেটসের দুবাইগামী ইকে-৫৮৩ ফ্লাইটটি ১০টা ১৫ মিনিটে ছাড়ার করা থাকলেও ১১টা ৩২ মিনিটে ছেড়ে যায়। এছাড়াও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটগুলো নির্ধারিত সময় ছাড়তে পারছে না।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল ঠিক রাখতে সিভিল এভিয়েশন নিজস্ব জনবল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানের লোকজন কর্মবিরতি পালন করায় আমরা সিভিল এভিয়েশনের লোকবল দ্বারা কাজ চালিয়ে যাচ্ছি। আনসার, এভসেক সদস্যদের দিয়ে ফ্লাইটে কাজ করানো হচ্ছে, যাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে না হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দেয়। বেশিরভাগ ক্যাজুয়াল শ্রমিক গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসে কাজ করে। তারা কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেওয়ায় এই শিডিউল বিপর্যয় ঘটেছে। বিমানবন্দরের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৮ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সভায় বিমানের ৭০০ ক্যাজুয়াল পে গ্রুপ (৩১) ও (৩২) তৃতীয় শ্রেণির কর্মকর্তা চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ক্যাজুয়াল শ্রমিকদের (পে-গ্রুপ ১) ১৮০০ জনের চাকরি স্থায়ী করার কোনও সিদ্ধান্ত হয়নি। এরপর ক্যাজুয়াল শ্রমিকরা ২৪ সেপ্টেম্বর বিমান ক্যাজুয়াল শ্রমিকরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।