অক্টোবরের শেষ দিকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসি

বঙ্গভবন-ইসিনির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে কমিশন ইতোমধ্যে সময় চেয়ে আবেদনও করেছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, তারা এই মাসের ২৮-৩০ তারিখের মধ্যে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চান। তবে, কোন দিন কমিশন রাষ্ট্রপতির সাক্ষাৎ পাবে তা বঙ্গভবনের ওপর নির্ভর করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে  কমিশন থেকে চিঠি দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। চিঠিটি ইতোমধ্যে পৌঁছেছে বলে তিনি জানান। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এই ক্ষণ গণনা শুরুর সময় থেকে যেকোনও সময় তফসিল হতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, নভেম্বরে প্রথম দিকেই তফসিল হতে পারে। রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।