ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ


ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রেস ক্লাবে মুখে কালো কাপড় বেঁধে দুটি সাংবাদিক সংগঠনের প্রতিবাদ
ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা বাতিলের দাবি জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এ অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সংবিধানবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী এই ডিজিটাল নিরাপত্তা আইন। যে আইন  সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়, যে আইন জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেয়, সে আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, কিছুদিন পরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে সরকার এই ডিজিটাল আইন তৈরি করেছে যাতে নির্বাচনে সরকারের দুর্নীতি, ভোট চুরি, আগের দিন সিল মারা কোনও মাধ্যমে প্রকাশ করতে না পারে। তার জন্য এই আইন করা।
এ সময় তিনি দেশের জনগণকে এই আইনের বাতিলের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে  প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, সরকার এই আইন শুধু অনুসন্ধানমূলক খবর আটকাতেই করেনি, এই আইন করা হয়েছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য।
বাংলাদেশকে মিডিয়া মুক্ত করার জন্য ওই আইন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে এ আইন করা হয়েছে যাতে সরকারের কুকর্ম কেউ প্রকাশ করতে না পারে। অতি সহজে যাতে সরকার ক্ষমতা ধরে রাখতে পারে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,  এম এ আজিজ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ প্রমুখ।