ফের সভা বর্জন করলেন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারফের কমিশন সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কমিশনের কাজে দ্বিমত পোষণ করে সোমবার (১৫ অক্টোবর) নোট অব ডিসেন্ট দিয়ে তিনি সভা বর্জন করেন।

এর আগে সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়। সভা শুরুর কিছুক্ষণ পর মাহবুব তালুকদার বের হয়ে এসে সভা বর্জনের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। তবে এ সময় তিনি বিস্তারিত কিছু জানাননি।

কমিশনার মাহবুব তালুকদার গত ৩০ আগস্ট অনুষ্ঠিত কমিশনের ৩৫তম সভাও বর্জন করেছিলেন। ওই সময় তিনি জাতীয় নির্বাচনে ইভিএম চালুর বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিরোধিতা করে সভা বর্জন করেন।