স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনীর জন্য এয়ার উইং চায় সংসদীয় কমিটি



স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন বিভিন্ন বাহিনীর জন্য এয়ার উইং চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১৬ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন বাহিনীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনী।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আবুল কালাম আজাদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী অংশ নেন।
বৈঠকে কমিটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সুনাম ও ভাবমূর্তি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
এছাড়া ঢাকা শহরের যানজট সমস্যার কারণ ও প্রতিকারের উপায় অনুসন্ধানে সংসদীয় সাব-কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।