‘রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে সিটি করপোরেশন’

জাতীয় সংসদ অধিবেশন (ছবি-ফোকাস বাংলা, ফাইল ফটো)অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকার ফুটপাতগুলো উন্নত করার মাধ্যমে পথচারীদের অধিকার প্রতিষ্ঠায় ঢাকার দুই সিটি করপোরেশন কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রবিবার (২১ অক্টোবর) জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ সংসদে প্রশ্নোত্তরে অংশ নেন।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পথচারীদের চলাচলের জন্য রাজধানীতে ফুটপাত সর্বদা উন্মুক্ত থাকে। কিন্তু কিছু দখলদার বেআইনিভাবে মাঝে মাঝে ফুটপাত দখল করে ব্যবসা করেন। জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় এদের উচ্ছেদ কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর।
মন্ত্রী আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করে পথচারীদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এই করপোরেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত নিজস্ব অর্থায়নে ১৯৫ দশমিক ২৫ কিলোমিটার ফুটপাতের সংস্কার ও উন্নয়ন করেছে। এর মধ্যে ৮০ কিলোমিটার প্রতিবন্ধীবান্ধব।
মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিগত ১০ বছরে ১৯৩ দশমিক ৭১ কিলোমিটার ফুটপাত নির্মাণ,
পুনর্নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। বর্তমানে আরও ২০ দশমিক ৬৮ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে আরও ৮২ দশমিক ৪২ কিলোমিটার ফুটপাত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।