সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: তারানা হালিম

তারানা হালিমতথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

রবিবার টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগে মাতৃত্বকালীন ছুটি ছিল চার মাস। এখন তা বর্ধিত হয়ে ছয় মাস হয়েছে। ৩০ প্রকারের ওষুধ আমাদের দেশে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ২০০৫-০৬ অর্থবছরে আমাদের বাজেট ছিল ৬১ হাজার ৫৭ কোটি টাকা। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এভাবে সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ ১০ বছরে সরকার বয়স্ক ভাতা দিয়েছে ১৪ হাজার ১৯৯ কোটি টাকা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা দিয়েছে ৫ হাজার ২৬৮ কোটি টাকা। এ সময়ে অসচ্ছল ও প্রতিবন্ধী ভাতা দিয়েছে ৩ হাজার ২৬৭ কোটি টাকা, শিক্ষা উপবৃত্তি দিয়েছে ৪ হাজার ৬১৬ কোটি টাকা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিয়েছে ১ হাজার ১৭১ কোটি টাকা ও এতিমদের দিয়েছে ৬৬৫ কোটি টাকা। বর্তমান সরকার ২০১৮ সালে ২ কোটি ৫০ লাখ ছাত্রছাত্রী মধ্যে ১০ কোটি ৭০ লাখ বই বিতরণ করেছে। খবর বাসস।