যারা নির্বাচনে অংশ নিতে চায়, তারা নালিশ না করে জনগণের কাছে যাক: শেখ হাসিনা

শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা)

সরকারের বিরুদ্ধে বিদেশে নালিশ না করতে সরকারবিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখানে-সেখানে নালিশ করে কী হবে? যারা নির্বাচনে অংশ নিতে চায়, তারা নালিশ না করে জনগণের কাছে যাক।’ প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে সোমবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচন ঠেকানোর জন্য কম চেষ্টা করেনি। একবার বিদেশি বন্ধু নিয়ে এসেও চেষ্টা করেছিল। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেনি।’

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কথা বলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের খুঁটিতে জোর নেই, মাটিতে যাদের শেকড় নেই, তারা পরগাছার মতো এখানে-সেখানে ছুটে বেড়ায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের এত উন্নয়ন হচ্ছে, আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, অথচ এরা কোনও উন্নয়ন দেখে না। তারা বিদেশিদের কাছে গিয়ে শুধু নালিশই করে বেড়াচ্ছে। প্রতিটি জায়গায় দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজ করছে।’

শেখ হাসিনা বলেন, ‘তারা এখানে হাজার হাজার কথা বলে যাচ্ছে, টকশোয় কথা বলে যাচ্ছে, তারপরও বলে তারা নাকি কথা বলতে পারে না। তাদের এ ধরনের নেতিবাচক কথায় বিদেশিরা প্ররোচিত হচ্ছে। বিদেশিদের দিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে বলেই তারা কথা বলছে।’

উল্লেখ্য, ১৬-২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করেন। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরকালে তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সারি ভবন উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।