নারীকর্মীদের নিরাপদ অভিবাসনে কাজ চলছে: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)প্রবাসে নারীকর্মীদের নিরাপদে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সোমবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে জাতীয় পার্টির বেগম মাহজাবীন মোরশেদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের কর্মক্ষেত্রে নির্যাতন বন্ধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।’

প্রশ্নোত্তরে মন্ত্রী নারী কর্মীদের নিরাপদ অভিবাসনের জন্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নারীকর্মীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য বিএমইটিতে অভিযোগ সেল গঠন, মন্ত্রণালয় ও দফতরগুলো  অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও প্রবাসবন্ধু কলসেন্টার চালু করাসহ বৈদেশিক মিশনগুলোতে ৩০টি শ্রম উইং সক্রিয় করা, ওমান ও সৌদি আরবের দূতাবাসে ৪টি সেইফ হোম প্রতিষ্ঠা, বিশেষ ক্ষেত্রে আইনজীবী নিয়োগ করে আইনি সহায়তা দেওয়া, বিদেশ যেতে ইচ্ছুক নারীকর্মীদের বয়স নির্ধারণ (২৫-৩৮ বছর), কমপক্ষে তৃতীয় শ্রেণি পাস, যেন নিজের নাম ও মোবাইল নম্বর লিখতে ও পড়তে পারেন, ভাষা-সংস্কৃতি ও গৃহকর্মের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং  বিদেশ ফেরত নারী কর্মীদের প্রশিক্ষক নিয়োগ প্রভৃতি।