উন্নয়নের চাকা কোনও ষড়যন্ত্রেই থেমে যাবে না: মেনন

 

মেননবাংলাদেশের উন্নয়নের চাকা দ্রুত বেগে ঘুরছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এই চাকাকে কোনও ষড়যন্ত্র করেই আর থামিয়ে রাখা যাবে না।’  মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে  ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০১৮’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার যোগ্যতার প্রমাণ দিয়েই বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে পেরেছে। খাদ্যনিরাপত্তায় আমরা ৩ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। সমগ্র দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের ১৩ দশমিক ৪ শতাংশ। এই খাতের মাধ্যমে সরকার দেশের বৃদ্ধ, বিধবা, দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধীসহ পিছিয়ে থাকা সবাইকে একীভূত সমাজের অংশ করেছে।’

বাংলাদেশ এখন বিশ্বের কোনও দেশের কাছেই হাত পাতে না উল্লেখ করে মেনন বলেন,  ‘কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।বিদেশি রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেওয়া তো দূরের কথা, উলটো বাংলাদেশই এখন অন্য দেশকে খাদ্য সহায়তা করে থাকে।’

মেনন বলেন, ‘অভ্যন্তরীণ ক্ষেত্রে সরকার পদ্মাসেতু নির্মাণের পাশাপাশি আরও বহু সেতু নির্মাণ, রেলপথ, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, বহু সংখ্যক উড়াল সেতু, চার লেন বিশিষ্ট রাস্তা নির্মাণ, ২০১৮ সালের মধ্যে সব গ্রামকে বিদ্যুতের আওতায় আনা, গ্রামে গ্রামে কমিউনিটি হাসপাতাল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশকে মহাকাশের সঙ্গে সংযুক্ত করার বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ মহসীন ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু উপস্থিত ছিলেন।