সংলাপ শেষ হওয়ার আগে তফসিল ঘোষণা না করার দাবি ঐক্যফ্রন্টের

 

নির্বাচন কমিশন

সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আ স ম রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এ দাবি জানায়।

ঐক্যফ্রন্ট প্রতিনিধি দলের প্রধান আ স ম রব নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘কমিশনের সঙ্গে সুন্দর পরিবেশে কথা হয়েছে। তারা কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, দুই-একটা বিষয়ে দিতে পারেননি।’
তিনি বলেন, ‘সংলাপ হচ্ছে। সংলাপের ফল না জেনে আমরা তফসিল না দিতে বলেছি কমিশনকে। বলেছি, ২৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন করার সময় আছে। অতীতে অনেকবার এভাবে তফসিল পেছানোও হয়েছে। জাতির স্বার্থে তফসিল পেছানো কোনও ব্যাপার নয়।’
আ স ম রব বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, আপনাদের অংশীজন হচ্ছে রাজনৈতিক দল। তাদের সম্মতি ছাড়া তফসিল ঘোষণা করলে প্রশ্নের সম্মুখীন হবেন।’
তিনি বলেন, ‘কমিশন পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রশ্নে আ স ম রব বলেন, ‘আমরা ইভিএম চাই না। ভোটাররা চায় না। রাজনৈতিক দলগুলো চায় না। আপনারা (কমিশন) এ ব্যাপারে সিরিয়াস হবেন না। তবে কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।’
তিনি বলেন, ‘আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দাবি জানিয়েছি। সিইসি বলেছেন, সেনাবাহিনী থাকবে না আমরা কখনও বলিনি। অতীতে নির্বাচনে সেনাবাহিনী ছিল। তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার ক্ষমতা নেই। তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন। কিন্তু আমরা বলেছি, সেনাবাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দিতে হবে।’
তফসিল পেছানোর বিষয়ে কমিশন বিবেচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে আ স ম রব বলেন, ‘কমিশন বিষয়টি বিবেচনা করবে।’

 

 আরও পড়ুন...

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট