রোহিঙ্গা প্রত্যাবাসন

মিয়ানমারকে উৎসাহিত করতে চীনকে অনুরোধ বাংলাদেশের

বেইজিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে চীনের ভাইস মিনিস্টার কং শোয়ানইউকে’র বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে উৎসাহিত করার জন্য চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) চীনের বেইজিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীনের ভাইস মিনিস্টার কং শোয়ানইউকে এই অনুরোধ করেন।
এতে অবিলম্বে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে পররাষ্ট্র সচিব জোর দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের ভাইস মিনিস্টার রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
দুই দেশের শীর্ষ পর্যায়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি বাস্তবায়নে ভবিষ্যতে কি কর্মপন্থা নেওয়া হবে ওই বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে পররাষ্ট্র সচিব শুক্রবার (৯ নভেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই- এর সঙ্গে বৈঠক করেছেন। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।