নতুন প্রজন্মকে মেজর গণির আদর্শ চর্চার অনুরোধ প্রধান বিচারপতির

আলোচনা সভায় কথা বলছেন প্রধান বিচারপতিনতুন প্রজন্মকে মেজর গণির কীর্তিময় জীবন ও আদর্শ চর্চা করার অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠতা মেজর আবদুল গণির ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেজর গণি পরষিদ এ আলোচনা সভার আয়োজন করে।   

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘মেজর গণির আদর্শ ও কর্ম প্রতিটি বাঙালির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি বাঙালি জাতির কৃতি সন্তান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’  

তিনি বলেন, শিক্ষানুরাগী আবদুল গণি ক্যাডেট কলেজ, সামরিক স্কুল প্রতিষ্ঠার জন্য পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদে দাবি জানিয়েছিলেন। তার জীবদ্দশায় না হলেও তার প্রয়াসের জন্যই পূর্ব পাকিস্তানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ময়মনসিংহ ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 

প্রধান বিচারপতি বলেন, মেজর আবদুল গণি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। রাষ্ট্রভাষা বাংলার পক্ষে তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। এই গুণী মানুষকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

ফারুক খান ও দিদারুল আলম সঞ্চালনায় সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান, হেলেনা জাহাঙ্গীর, আবুল কাশেম হৃদয় ও অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।