বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম পরিবর্তন

১১

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংস্থাটির নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

সোমবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ কমিশন এখন থেকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নামে পরিচিত হবে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা। শুরুতে এটি ১৯৭৩ সালের একটি রেজ্যুলেশন দিয়ে চলছিল। ১৯৮২ সালে ট্যারিফ কমিশন আইন হয়। এবার সেই আইনের কিছু সংশোধন হয়েছে।’

সংস্থার নাম পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্ব-বাণিজ্যের সঙ্গে সমন্বয় করে এর কার্যাবলী নির্ধারণের জন্যই নাম পরিবর্তন করা হয়েছে। এই নামের বিষয়ে ব্যবসায়ীদেরও মতামত ছিল।’