৪০তম বিসিএসে ৩ লাখ ৯০ হাজার আবেদন

সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪০তম বিসিএসে মোট আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।  কিন্তু, এবার এর চেয়ে ১ লাখ বেশি প্রার্থী আবেদন করবে বলে আমাদের ধারণা। অর্থাৎ এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে। আর এটা হবে বিসিএসে আবেদনের সংখ্যায় রেকর্ড।’

নেছার উদ্দিন বলেন,  ‘এখন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজর ৫৩৩ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার আবেদনকারী।’

সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে,  আবেদনের সময় শেষ হলেও আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনকারীরা টাকা জমা দিয়ে আবেদন চূড়ান্ত করতে পারবেন। সেক্ষেত্রে আরও ৭৮ হাজার আবেদন পড়তে পারে।

৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।  প্রশাসনে ২শ, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮শ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।