নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তথ্য চেয়েছে ইসি





নির্বাচন ভবনএকাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক সংস্থাগুলোর তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নিবন্ধিত এসব বেসরকারি সংস্থা কোন এলাকায় কতজন প্রতিনিধির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সে ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) পাঠানো এক চিঠিতে আগামী ২১ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।
একইসঙ্গে আগামী ২০ নভেম্বর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ব্রিফিং করবেন বলেও ওই চিঠিতে জানানো হয়েছে।
এ বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, ‘নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো ২১ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষণের বিষয়ে আবেদন করতে হবে। কোথায়, কত জন নিয়োজিত থাকবেন, তা আবেদনে উল্লেখ করতে হবে।’ নীতিমালা মেনে নির্ধারিত ফরমে এ সংক্রান্ত আবেদন করতে নিবন্ধিত ১১৮টি পর্যবেক্ষক সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে সরকারের সংশ্লিষ্ট সংস্থার নিবন্ধিত বেসরকারি সংস্থাকে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হয়। বর্তমানে নিবন্ধিত সংস্থা রয়েছে ১১৮টি। বিগত নির্বাচনগুলোতে দেশি-বিদেশি সংস্থার উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করলেও ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে সেই তুলনায় কম পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তাদের মিত্রদের বর্জনে মধ্য দিয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে মাত্র চারজন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। স্থানীয়ভাবে ছিলেন ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক।
এর আগে বিভিন্ন নির্বাচনে পাঁচ শতাধিক বিদেশি ও দুই লক্ষাধিক দেশি পর্যবেক্ষক থাকার রেকর্ড রয়েছে। এবার নির্বাচনে সব দলের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় প্রচুরসংখ্যক পর্যবেক্ষকের নির্বাচন পর্যবেক্ষণ করার সম্ভাবনা রয়েছে।
পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে ব্রিফিং বৃহস্পতিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্রিফিং করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। এ জন্য নিবন্ধিত ১১৮টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রধানদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময়।