চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আমজাদ হোসেন (ফাইল ফটো)

চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের  চিকিৎসার দায়িত্ব নিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার  (২০ নভেম্বর) তার দুই ছেলে সাজ্জাদ হোসেন  ও সোহেল আরমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় চিত্রপরিচালক এস এ হক অলিক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এই শিল্পীর যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমজাদ হোসেন। গত  রবিবার সকালে নিজ বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হয়।  

গুণী পরিচালক আমজাদ হোসেন একাধারে অভিনয়শিল্পী, কাহিনিকার এবং চিত্রনাট্যকার। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো,  ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, কসাই, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’ ইত্যাদি।