শেষ দিনেও ভিডিও কনফারেন্সে আছেন তারেক রহমান

সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমানশেষ দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বুধবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মনোনয়ন বোর্ডের সদস্যরা।

শেষ দিনে (বুধবার) সাক্ষাৎকার দিচ্ছেন ঢাকা বিভাগ, সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও টাঙ্গাইলের বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন সাক্ষাৎকার দিয়ে বের হয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন— দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। গণতন্ত্রের মুক্তি ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি।’

এদিকে, বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন— গুলশান এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার।    ছাত্রদল নেতা আহসান বলেন, ‘সরকার গতকাল (মঙ্গলবার) থেকে আজকে পর্যন্ত গুলশান এলাকায় নেট বন্ধ করে দিয়েছে। আমরা এখানে ইন্টারনেট কানেকশন পাচ্ছি না।’

এর আগে গত ১৮ তারিখ থেকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। আজ সাক্ষাৎকারের শেষ দিন চলছে। এ পর্যন্ত ৩০০ আসনে প্রায় দুই হাজারের মতো মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।