‘ইসলামি দলগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ’





১১১১শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, ইসলামি দলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। সব ইসলামি দল প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে। এদেশে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস হয়নি এবং হবেও না সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর হোসেন আমু বলেন, ‘মহানবীর (সা.) মাধ্যমে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। যার মধ্যে দেখতে পাই শুধু ধর্মীয় অনুশাসন নয়, রাজনৈতিক অনুশাসন, রাষ্ট্রীয় অনুশাসন, পারিবারিক অনুশাসন থেকে শুরু করে সবকিছু লিপিবদ্ধ রয়েছে। যদি আমরা (কোরআন) সত্যিকারভাবে অনুসরণ করি, তবে পারিবারিক, রাষ্ট্রীয় শান্তি বজায় থাকবে।’
শান্তি সমাবেশে যোগ দেওয়া মুসল্লিরা (ছবি: সাজ্জাদ হোসেন)শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা এ দেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত ও মিয়ানমার থেকে সমুদ্রসীমা অর্জন করছেন। যে সমুদ্রের তলদেশে এমন সম্পদ রয়েছে, যা আমরা জানি না। কিন্তু পরাশক্তিরা তাদের স্যাটেলাইটের মাধ্যমে আগেই জানতো। সেই সম্পদ যদি আমরা ঠিকভাবে আরোহন করে ব্যবহার করতে পারি, এই বাংলাদেশ পৃথিবীতে অন্যতম ধনী দেশ হিসেবে পরিণত হতে পারবে।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমীর হোসেন আমু বলেন, ‘আর কিছুদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই, এই নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ভোট প্রয়োগ করুক। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আতঙ্কিত করে। বিভিন্ন দাবি-দাওয়া দিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়া দেখছি।’
শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পরে তাবলিগ জামাতের জন্য টঙ্গী মাঠের জায়গা দিয়েছেন। ইসলামি ফাউন্ডেশনও বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু জুয়া-মদ নিষিদ্ধ করেছিলেন।’