‘একজন শিক্ষার্থী এমনি এমনি মারা যায়নি’

ভিকারুননিসা স্কুলের সামনে শিক্ষামন্ত্রীভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ কমিটি গঠন করে। সোমবার রাতে ঘটনাটি জানার পরই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। 

ছাত্রী আত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।  প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বলেই আমরা এখানে এসেছি।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করছি। একজন শিক্ষার্থী এমনি এমনি মারা যায়নি।’ এর আগে শিক্ষামন্ত্রী, সচিব, সহকারী সচিব, মাউশির মহাপরিচালক স্কুলের প্রিন্সিপ্যাল ও অভিভাবকেদর সঙ্গে কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফ-এর নেতৃত্বে  ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক (মাধ্যমিক) শাখায়েত হোসেন এবং ঢাকা জেলার শিক্ষা অফিসার বেনজীর আহমদ। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

এর আগে, স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছে। গঠিত কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন:  

ভিকারুননিসার ছাত্রী আত্মহত্যার ঘটনা হৃদয় বিদারক: হাইকোর্ট
ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি