সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক

সম্মিলিত ওলামায়ে কেরামের মানববন্ধনটঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় আগামী শুক্রবার (৭ ডিসেম্বর) বাদজুমা সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সম্মিলিত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা। সংঘর্ষের ঘটনার মূল পরিকল্পনাকারী ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম ও মৌলভী ফরিদ উদ্দিন মাসুদকে শুক্রবার ফজরের আগে গ্রেফতারের দাবি করেছে তারা।

বুধবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি করেন।

মানববন্ধনে চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন লিখিত বক্তব্য পড়ে শোনান। তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। এরমধ্যে মূল পরিকল্পনাকারীদের আগামী শুক্রবার ফজরের আগে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ওয়াসিফ নাসিম সা’দপন্থী হাতাঁতী খুনিদের কাকরাইল মারকাজসহ সারা বাংলাদেশের দাওয়াতি কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, বিশ্ব ইজতেমার কাজ সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমার ময়দান আহলে হক ওলামায়ে কেরাম ও হকপন্থী তবলিগি সাথীদের জন্য উন্মুক্ত করতে হবে এবং হামলায় নিহত-আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

মুফতি মিনহাজ ঘোষণা করেন, দোষীদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আগামী শুক্রবার বাদজুমা সারাদেশে সব মসজিদ হতে বিক্ষোভ-মিছিল কর্মসূচি প্রদান করা হবে। বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি প্রদান করা হবে।