নির্বাচন উপল‌ক্ষে বাংলা‌দেশ ভ্রম‌ণে নাগ‌রিক‌দের সতর্ক করলো ব্রি‌টেন

নাগরিকদের জন্য ব্রিটিশ সরকারের সতর্ক বার্তাএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরুর দিনকে সামনে রেখে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে ব্রি‌টেন।

৪ ডিসেম্বর ব্রি‌টিশ সরকা‌রের অফি‌সিয়াল ওয়েবসাইট  www.gov.uk -তে এ বিষয়ে  তথ্য হালনাগাদ করে সতর্কবার্তা জানানো হয়। ত‌বে এ‌ ধর‌নের সতর্কবার্তা বাংলা‌দে‌শে জ‌ঙ্গি হামলাসহ বি‌ভিন্ন ঘটনার সময়ও ব্রিটেন তার নাগরিকদের নিয়‌মিত দিয়েছে। 

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল মতে, ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে। ওই সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারী ব্রিটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, অন্যান্য বা‌রের মতো এবারও  নির্বাচ‌নকে সাম‌নে রে‌খে পছ‌ন্দের প্রার্থীর প‌ক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নি‌তে এবং ভোট দিতে দে‌শে ফির‌ছেন বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী।