শহীদ মিনার থেকে স্মৃতিসৌধের উদ্দেশে বিজয় স্কেটিং র‌্যালি

বিজয় দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে বিজয় স্কেটিং র‌্যালি বের হয়েছে।  ‘মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম’-এর সহযোগিতায় সার্চ স্কেটিং ক্লাব এ র‌্যালির আয়োজন করে।

রবিবার (১৬ ডিসেম্বর)  সকাল ১০টায়  র‌্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় স্মৃতিসৌদের উদ্দেশে যাত্রা শুরু করে।

আয়োজকরা জানান, তারা স্কুল্যাটিং ‌র‌্যালির  মাধ্যমে দীর্ঘ ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে তিন ঘণ্টায় জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এটি তাদের  দশম  আয়োজন। প্রতিবছরই তারা এমন আয়োজন করে থাকেন।

র‌্যালিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে, বিজয় হয়েছে। সেই বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ এখনও চলছে। সেই যাত্রা প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেই দেশ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পারে, সেই দেশের যুবকরা নতুন করে দেশকে সাজিয়ে তুলতে পারবে।’ 

ফোরামের সভাপতি আরশাদ আলম বলেন, ‘মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি  শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন। আমরা প্রতি বছর এই আয়োজন করে আসছি।’

ছবি: সাজ্জাদ হোসেন