গাইবান্ধা-৩ আসনে নির্বাচন ২৭ জানুয়ারি

গাইবান্ধাজাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে স্থগিত ঘোষণা করা গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনে নির্বাচনের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ জানুয়ারি। রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় এই আসনের জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়। 

পরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে কমিশন পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২ জানুয়ারি মনোনয়ন জমার শেষে তারিখ এবং ভোট গ্রহণ ২৭ জানুয়ারি।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে জাতীয় পার্টি (এরশাদ) থেকে টানা ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফজলে রাব্বী চৌধুরী।