ভোট দেওয়া শেষে প্রধান বিচারপতি কেন্দ্রটির ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে আরও ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন।
রবিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই প্রধান বিচারপতির উপস্থিতির জন্য কেন্দ্রটির নিরাপত্তা জোরদার করা হয়। পরে প্রধান বিচারপতি ভোট দিয়ে ফিরে গেলে কেন্দ্রটি পর্যবেক্ষণ করেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। এরপর র্যাবের ডিজি বেনজীর আহমেদ এই কেন্দ্রে এসে ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন। তিনি কেন্দ্রটি ঘুরে দেখেন।